আমরা ডিজাইন করতে গেলেই অনেক সময় দেখি বিভিন্ন শেপের ডিজাইন। যেহেতু এই টাইপ ডিজাইন গুলো গ্র্যাফিক্স ডিজাইনাররা করে,কিন্তু ম্যাক্সিমাম ওয়েব ডেভেলপারদের ব্যাসিক এসব টুলসে জ্ঞান থাকায় এমন ডিজাইন তৈরি করা সবার পক্ষে সম্ভব হয় না। কিছু অনলাইন টুলস ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন মনের মত শেপ
★ঢেও টাইপ শেপ —
https://getwaves.io/
★বিভিন্ন টাইপ শেপ —
https://www.softr.io/tools/svg-shape-generator
https://www.blobmaker.app/
★সব গুলো কম্বো প্যাক —
https://app.haikei.app/
এসব টুলস থেকে খুব সহজে SVG কোড বা SVG হিসেবে Save করে ব্যবার করতে পারেন।
জাজাকাল্লাহ খাইরান 🖤
Comments are closed.